Pickup driver and his assistant killed after being hit by a bus on the expressway

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে পাঁচ্চরসংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন রাজধানী ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে বাচ্চু মিয়া (৪৫) ও ঢাকার কাচপুর এলাকার মান্নান ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (২৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে আজ ভোর সাড়ে চারটার দিকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়।

প্রাইভেট কারের চালক আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ আহমেদ বলেন, ভোরের দিকে পিকআপ, বাস ও একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। ঘন কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পড়ে। পেছনে থাকা প্রাইভেট কারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা দেয়। প্রাইভেট কার তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনাস্থলে পিকআপের চালক ও তাঁর সহকারী নিহত হন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ও পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *